সারের দাম বেড়েছে নওয়াপাড়া মোকামে

0

স্টাফ রিপোর্টার॥ রাসায়নিক সারের দাম বেড়েছে। আমন মৌসুমে কৃষকরা ন্যায্যমূল্যে সার কিনতে পারছেন না। আমদানিকারকরা সিন্ডিকেট করে সারের মূল্য বৃদ্ধি করেছে বলে খুচরা বিক্রেতা ও ডিলারদের অভিযোগ। অপরদিকে বেশি দামে বিক্রির ফলে কৃষক ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারের সবচেয়ে বড় মোকাম অভয়নগরের নওয়াপাড়া। এ মোকামে প্রতিবস্তা ইউরিয়া সার বিক্রয় হচ্ছে ৮শ’ ১০ টাকা থেকে ৮শ’ ৫০ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি তিউনেশিয়া) ১ হাজার ৩শ’ টাকা থেকে ১ হাজার ৩শ’ ৫০ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি মরক্কো) ১ হাজার ১শ’ ২০ টাকা, ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ৮শ’ ৯০ টাকা থেকে ৯শ’ ১০ টাকা। সরকার বিভিন্ন প্রকার রাসায়নিক সারের ওপর ভর্তুকি প্রদান করে। প্রতি বস্তা (৫০ কেজি) ইউরিয়া সারের সরকারি খুচরা মূল্য ৮ শ’ টাকা, টিএসপি ১ হাজার ১শ’ টাকা, ডাই এ্যমোনিয়া ফসফেট (ডিএপি) ৮শ’ টাকা। কৃষক জানিয়েছেন, বর্তমানে প্রতিকেজি ইউরিয়া সার খুচরা দোকানিরা ১৭ থেকে ২০ টাকা করে বিক্রি করছে। টিএসপি (তিউনেশিয়া) প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা, টিএসপি মরক্কো ২৪ থেকে ২৫ টাকা ডিএপি প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা দামে কিনতে হচ্ছে। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মো: গোলাম সামদানি বলেন, আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করে থাকি। গত মঙ্গলবার আমদানিকারক নওয়াপাড়া ট্রেডার্সে গিয়েছিলাম তারা প্রতি বস্তায় লেবার বাবদ ৩ টাকা বেশি নিচ্ছে। বেশি না নেয়ার জন্য আমরা চিঠি দেব।