সাংবাদিক উজ্জ্বলের বাবার মৃত্যুতে শোক

0

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য দৈনিক গ্রামের কাগজ’র স্টাফ রিপোর্টার উজ্জ্বল বিশ্বাসের বাবা চিত্তরঞ্জন বিশ্বাস (৫৬) শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক শোক বিবৃতিতে জেইউজে সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য সফিক সায়ীদ ও জিয়াউল হক তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।। বিজ্ঞপ্তি।