স্ত্রী ঘুমিয়ে গেলে গলায় ফাঁস দিলেন স্বামী

0

স্টাফ রিপোর্টার, মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুরে আশরাফ হোসেন (২০) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজনরা। এই ঘটনায় নিহতের চাচা আবুল কাশেম বাদী হয়ে শুক্রবার সকালে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। আশরাফ হোসেন উপজেলার কুলটিয়া ইউপির দহকুলা গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।
নিহতের চাচা আবুল কাশেম জানান, তিনমাস আগে একই ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের জনৈক মুন্নি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন আশরাফ। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী একই খাটে শুয়েছিলেন। ভোর চারটার দিকে ঘুম ভাঙলে স্ত্রী মুন্নি আশরাফকে ঝুলন্ত দেখে চিৎকার করে উঠেন। পরে স্বজনরা লাশ নামিয়ে আনেন। স্বজনদের ধারণা, রাতে স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয় আশরাফের। পরে স্ত্রী ঘুমিয়ে গেলে আড়ার সাথে ওড়না জড়িয়ে ফাঁস দিয়েছেন তিনি। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি-এসআই) আতিকুজ্জামান ঘটনাস্থল থেকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।