চুয়াডাঙ্গায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ওই তিনজন মারা যান। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১৯ জন। জেলাতে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৭ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া তিন জন হলেন– চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালি (৬৫), কোর্টপাড়ার শামসুল আরেফিনের স্ত্রী নিগার সুলতানা (৪৬) এবং শহরের মুক্তিপাড়ার মৃত নিয়াজ আলীর স্ত্রী মাজেদা খাতুন (৭০)। ডা. শামীম কবির জানান, করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে নিগার সুলতানা এবং মঙ্গলবার সকালে মাজেদা খাতুন সদর হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দুই জনকে করোনার ইয়োলো জোনে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এদিকে, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আব্দুস শুকুর বাঙালি করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে বাড়িতে আইসোলেশন ছিলেন। মঙ্গলবার দুপুরের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সন্ধ্যায় তিনি মারা যান। এছাড়া, গত সোমবার চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবলীগ নেতা দরবেশ দফাদারের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।