বিরতির পর যবিপ্রবি ল্যাবে ফের শুরু হয়েছেসন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা

0

স্টাফ রিপোর্টার ॥ টানা ৫ দিন বিরতির পর সোমবার থেকে ফের সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা শুরু হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে। ল্যাব জীবাণুমুক্তকরণ ও নতুন আরেকটি আরটি-পিসিআর মেশিন সংযোজনের জন্য গত ১২ আগস্ট থেকে ল্যাবটি বন্ধ রাখা হয়। এসব কার্যক্রম সমাপ্তের পর গতকাল থেকে যথারীতি সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা গ্রহণ ও পরীাসহ ল্যাবের অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে বলে পরীক্ষণ দলের অন্যতম সদস্য ড. শিরীন নিগার জানিয়েছেন। যবিপ্রবি জেনোম সেন্টারের সহকারী পরিচালক ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন, ল্যাবে আরও একটি উন্নতমানের আরটি-পিসিআর মেশিন সংযোজন করা হয়েছে। এছাড়া জীবাণুমুক্ত করার জন্য ১২ আগস্ট থেকে ল্যাব বন্ধ রাখা হয়। এ সময়কালে অন্য ল্যাবে নমুনা পাঠানোর জন্য সংশ্লিষ্ট সিভিল সার্জনদের অনুরোধ জানানো হয়েছিলো। এখন ল্যাবটি পুরোপুরি প্রস্তুত করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার জন্য। গতকাল সোমবার থেকে আবার পুরোদমে কাজ শুরু হয়েছে।
ড. শিরীন নিগার বলেন, ৫ দিন বিরতির পর সোমবার থেকে ফের করোনা পরীক্ষার জন্য নমুনা গ্রহণ করা হয়েছে। এদিন যশোর, মাগুরা ও নড়াইল জেলা থেকে মোট ২০৫টি নমুনা সরবরাহ করেছেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনরা। এরমধ্যে যশোরের ১০৫টি, মাগুরার ৫৪টি ও নড়াইল জেলার ৪৬টি নমুনা রয়েছে। এসব নমুনা প্রসেসিং করে সোমবার রাতেই পিসিআর মেশিনে তুলে দেয়া হবে বলে তিনি জানান। ড. শিরীন নিগার বলেন, যবিপ্রবি ল্যাবে এখন দুটি পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা করা হবে। তবে পূর্বের চেয়ে দ্বিগুণ নমুনা পরীক্ষার সুযোগ থাকলেও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তা সম্ভব নয়। তিনি বলেন, দুটি পিসিআর মেশিনে সমসংখ্যক নমুনা পরীক্ষা করতে হলে প্রয়োজনীয় অর্থ ও আনুষঙ্গিক সাপোর্ট দরকার। এ কাজের সাথে যুক্ত ভলেন্টিয়ারদের জন্য অর্থের প্রয়োজন রয়েছে। অথচ এসব আমরা পাচ্ছি না। যেকারণে ইচ্ছা থাকলেও অর্থ ও জনবল সংকটে সেভাবে এগুতে পারছি না। তিনি বলেন, এসব সমস্যার কথা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, বিরতির পর সোমবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফের করোনা সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সোমবার এ জেলা থেকে ১০৫টি নমুনা সরবরাহ করা হয়। আশা করছি এখন থেকে এ ল্যাব থেকে নিয়মিত নমুনা পরীক্ষার রেজাল্ট দেয়া সম্ভব হবে।