২৪ ঘন্টায় মৃত্যু ৩, আক্রান্ত ৩৩ : ঝিনাইদহে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ শহরের পাড়া-মহল্লায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। জেলার কয়েকটি গ্রামেও মহামারি এই রোগের বিস্তার ঘটেছে। ২৪ ঘণ্টায় ঝিনাইদহে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৩ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. প্রসেনজিত এ তথ্য জানান।
সূত্র মতে বৃহস্পতিবার ঝিনাইদহে করোনা ভাইরাসে আক্রান্ত জামায়াত নেতা তাজুল ইসলাম (৬৫) মারা গেছেন। তিনি ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল পাড়ার বাসিন্দা। এক সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত শৈলকুপার রাকিব হোসেনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। রাকিব হোসেন শৈলকুপা উপজেলার মিনগ্রামের খেলাফত মন্ডলের ছেলে।
এদিকে ঝিনাইদহের সাবেক সিভিল সার্জন ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা রঞ্জুর ছোট বোন পলি আক্তার বৃহস্পতিবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তিনি ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে আদর্শপাড়ায় মামুন নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের বড় ভাই। পারিবারিক সূত্রে বলা হয়েছে, ৭ দিন ধরে মামুন করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন।
ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়ায় ছড়িয়ে পড়েছে করোনা। বৃহস্পতিবার শহরের চাঁন্দমারিপাড়া, আদর্শপাড়া, সিদ্দিকীয়া সড়ক, সদরের যাত্রাপুর, শহরের ওয়ারলেসপাড়া, পাগলাকানাই, ব্যাপারিপাড়া, কোদালিয়া, ভুটিয়ারগাতি, কাঞ্চননগর, পুলিশ লাইনস, সদর পুলিশ ফাঁড়ি, সদর ট্রাফিক পুলিশ ও আরাপপুর এলাকায় ২৪ জন করোনা শনাক্ত হন। এছাড়া শৈলকুপার মিনগ্রাম, ভাটই বাজার, কালীগঞ্জ উপজেলার দৌলতপুর, খালকোলা, চাপালি, শিবনগর, হাট বারবাজার, ঢাকালেপাড়া, দুলালমুন্দিয়া ও ফয়েলা গ্রামে ৭ জনের করোনর পজিটিভ শনাক্ত হয়েছে।