ছয় জন করোনা আক্রান্ত, ফুলতলায় ইসলামী ব্যাংক লকডাউন

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ইসলামী ব্যাংক খুলনার ফুলতলা শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। করোন ভাইরাস সংক্রমিত হওয়ায় প্রশাসনের নির্দেশক্রমে সোমবার থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত লকডাউন করা হয়। সম্প্রতি ব্যাংকের এ শাখায় কর্মরত ৬ কর্মকর্তা ও কর্মচারী কোভিড-১৯ রিপোর্টে পজিটিভ আসায় রবিবার লকডাউন করা হয়। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন, সিনিয়র অফিসার আবুল হাসান খান ও মাসুম বিল্লাহ, জুনিয়র অফিসার আব্দুস সালাম, এসজি নাসির উদ্দিন, এমসিজি আবুল হাসান এবং এমসিজি হাফিজুল ইসলাম। আক্রান্ত সকলেই হোম কোয়ান্টাইনে রয়েছেন বলে ব্যাংক সূত্রের জানা গেছে।