‘ফুটবলে যেমন রোনালদো, ক্রিকেটে তেমন কোহলি’

0

লোকসমাজ ডেস্ক॥ ফুটবল বিশ্বের বর্তমান সেরা দুই খেলোয়াড় হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। এদের মধ্যে মেসি প্রকৃতিগতভাবে প্রতিভাবান ছিলেন। আর রোনালদোর ক্ষেত্রে বিষয়টা এত সহজ ছিল না। সময়ের সঙ্গে পরিশ্রম, নিবেদন ও হার না মানা মানসিকতায় নিজেকে তিনি তুলেছেন অন্য উচ্চতায়। ভারতীয় ক্রিকেটার করুন নায়ারের প্রিয় খেলোয়াড় পর্তুগিজ অধিনায়ক রোনালদো। নিজের ক্যারিয়ারের কূল খুঁজতে থাকা নায়ার অনুপ্রেরণা খুঁজতে চান রোনালদো থেকে। এদিকে ফুটবল জগতে রোনালদোর যে চরিত্র সে একই ধরনের চরিত্র যদি ক্রিকেট থেকে বেছে নিতে বলা হয়, সেক্ষেত্রে বিরাট কোহলির নামই মাথায় আসে বলে জানিয়েছেন করুন নায়ার। গত ১০ বছরে কোহলি যা করেছেন, তা রীতিমতো বিস্ময়কর বলে মনে করেন নায়ার।
টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এখন পর্যন্ত বিরেন্দর শেওয়াগ ও করুন নায়ারই ট্রিপল সেঞ্চুরি করেছেন। শেওয়াগ খুব উঁচু জায়গায় নিজের ক্যারিয়ার নিয়ে যেতে পারলেও সেই সুযোগই মিলছে না করুন নায়ারের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি (৩৮১ বলে ৩০৩) হাঁকিয়েও রাহানে ফেরায় বাদ পড়তে হয় নায়ারকে। এরপর ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভালো করতে না পারায় বাদ পড়েন। আর সুযোগ মেলেনি। আর তাই মাত্র ৬ টেস্টেই থেমে আছেন তিনি। তবে হাল ছাড়ছেন না এই ক্রিকেটার। আর এক্ষেত্রে তাঁর অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন ফুটবল গ্রেট রোনালদো। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী ব্যাটসম্যান রোনালদো থেকে অনুপ্রেরণা খুঁজে নেওয়ার বিষয়ে বলেন,
‘ক্রিশ্চিয়ানো রোনালদো স্রেফ সাধারণ একজন ফুটবলার থেকে যেভাবে বিশ্বের সেরা হয়ে উঠেছে, এটা বিস্ময়কর। আমি তিনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো সে দিনগুলি থেকেই তাকে অনুসরণ করছি। এই পর্যায়ে উঠে আসতে যতটা কঠোর পরিশ্রম তাকে করতে হয়েছে, যে ধরনের নিবেদন, দৃঢ়প্রতিজ্ঞতা ও মনোযোগ তার আছে, দেখিয়ে দিয়েছে যে সেরা হতে হলে ভিন্ন ধরনের মানসিকতা থাকতে হবে। আমিও তাই লেগে থাকতে চাই।’ এরপরই ক্রিকেট জগতে বিরাট কোহলির মধ্যে তেমন চরিত্র খুঁজে পান বলে জানান নায়ার। এই ভারতীয় ক্রিকেটার আরও যোগ করেন, ‘বিরাট কোহলিকে দেখে সেরকমই মনে হয়। অনেক ক্ষেত্রেই তাকে অনুসরণ করা যায় এবং অনেক কিছুই সে দারুণভাবে করে। কোহলিও বিশ্বের সেরা। কেউ বিশ্বের সেরা মানে বেশির ভাগ ব্যাপারই সে ঠিকঠাক করেছে। সে অসাধারণ ক্রিকেটার। বিশ্বজুড়ে সব ক্রিকেটার ও তরুণদের জন্য অনুপ্রেরণা। গত ১০ বছরে সে যা করেছে, তা বিস্ময়কর।’