পাইকগাছায় বন্ধুর বিয়েতে অ্যালকোহল পানে একজনের মৃত্যু, অসুস্থ ২

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় বন্ধুর বিয়েতে অ্যালকোহল পান করে একজনের মৃত্যু ও ২ জন গুরুতর অসুস্থ হয়েছেন। জানা যায়, পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামের চিত্তরঞ্জন মন্ডলের ছেলে অমিত মন্ডলের সাথে কেশবপুর উপজেলার চুয়োডাঙ্গা গ্রামের বিকাশ মল্লিকের মেয়ের শনিবার রাতে বিয়ে হয়। বরযাত্রীতে যাওয়া অমিতের বন্ধু খড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র হালদারের ছেলে নবদ্বীপ হালদার (২৪), সরল গ্রামের অনুকুল ব্যানার্জীর ছেলে নবকুমার ব্যানার্জী (২২) ও একই গ্রামের সুকুমার চক্রবর্তীর ছেলে পার্থ প্রতীম চক্রবর্তী (৩০) দাওয়াত খেয়ে ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পাইকগাছায় ফিরে তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রবিবার খুলনায় যাওয়ার পথে নবদ্বীপ হালদার মারা যান। নবকুমার ও পার্থ প্রতীম গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পার্থ প্রতীম জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক এবং নবদ্বীপ হালদার ও নবকুমার ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। হাসপাতালের রিপোর্টে দেখা যায়, অ্যালকোহল পানে তারা অসুস্থ হয়ে পড়েন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, মৃতের লাশ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বর অমিত জানান, বিয়ের অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সমস্যা হয়নি।