দৈনিক লোকসমাজের ঝিকরগাছার সাবেক এজেন্ট লিটনের মৃত্যু

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ দৈনিক লোকসমাজ পত্রিকার সাবেক ঝিকরগাছার এজেন্ট ও ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আক্তারুল ইসলাম লিটন শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৬) বছর। তিনি ঝিকরগাছাসদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের শাহাবুদ্দিন মুন্সীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বৃদ্ধ পিতা-মাতাসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম আক্তারুল ইসলাম লিটনের স্ত্রী পারভীনা আক্তার জানিয়েছেন, তিনি ৫/৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হলে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করে। তবে করোনা উপসর্গে মৃত্যু হওয়ায় শনিবার সকালে লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রাশিদুল আলম জানিয়েছেন। শনিবার জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হেেয়ছে বলে জানাগেছে। দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু জানিয়েছেন, মরহুম আক্তারুল ইসলাম লিটন দৈনিক লোকসমাজ পত্রিকা প্রতিষ্ঠালগ্নে প্রতিদিন গভীর রাত পর্যন্ত পত্রিকা দপ্তরে অবস্থান করতেন। গভীর রাতে পত্রিকা বের হলে তিনি সেই পত্রিকার ঝিকরগাছায় নিয়ে যেতেন। আবার পরদিন সন্ধ্যায় পত্রিকার বিল পরিশোধ করে পরদিনের পত্রিকা নিতেন। সেকারনে মরহুম এজেন্ট লিটন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিষ্ঠাকালিন প্রকাশক সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম কর্তৃক পুরুস্কৃতও হয়েছিলেন। এদিকে দৈনিক লোকসমাজ পত্রিকার সাবেক এই এজেন্ড ও ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আক্তারুল ইসলাম লিটনের মৃত্যুর খবর শুনে মরহুমের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু ও যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম। এছাড়া স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার পরিবেশক আক্তারুল ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারন সম্পাদক সৈয়দ ইমরান রশীদসহ প্রেসকাবের সদস্যবৃন্দ।