মহেশপুরে জমি দখলে ব্যর্থ হয়ে ৪ জনকে পিটিয়ে জখম

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ষাটনল পাড়ার মাঠের জমি দখলে ব্যর্থ হয়ে পিটিয়ে চারজনকে জখম করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়,জহরআলীর ছেলে সুজনসহ চারজন ধানের চারা রোপন করছিলেন। এ সময় রোপন করা জমিটি আজিবর রহমান,মজিবর রহমান,শফিকুল ইসলাম,নজরুল ইসলাম ও মসলেম উদ্দীন দখলের চেষ্টা করেন। কিন্তু তারা জমি দখল করতে ব্যর্থ হয়ে জমির মালিক জহরআলী (৬০),ছেলে সুজন (২৫) প্রতিবেশী জুয়েল রানা (২৮) ও সুমনকে (২৪) পিটিয়ে আহত করে জমিতেই ফেলে রেখে আসেন। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ষাটনল পাড়া গ্রামের জহরআলী জানান, ‘আমার ও আমার ভাইদের নামে কেনা সম্পত্তি। একই এলাকার সরকার দলীয় নেতা আজিবর রহমান ও তার দলবল আমাদের ওই জমি দীর্ঘ দিন ধরে দখলের চেষ্টা করে আসছে। বৃহস্পতিবার বিকেলে তারা আমাদের জমিটি দখলের জন্য মাঠে গিয়েছিলো। কিন্তু পারেনি,পরে তারা আমাদেরকে পিটিয়ে আহত করে মাঠের মধ্যে ফেলে যায়।’ মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।