ঝিকরগাছার রাকিবুলকে লিবিয়ায় পাচার ও হত্যা মামলায় আরও একজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ঝিকরগাছার খাটবাড়িয়া গ্রামের রাকিবুল ইসলামকে লিবিয়ায় পাচার ও হত্যা মামলায় আকবর আলী নামে আরও একজন আদম ব্যবসায়ীকে আটক করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি লিবিয়ায় নয়, মালয়েশিয়া ও সৌদি আরব লোকজন পাঠিয়েছেন বলে আদালতকে জানিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক আকবর আলী মনিরামপুর উপজেলার গালদা গ্রামের মৃত আলেক গাজীর ছেলে। আদালতে দেয়া জবানবন্দিতে আকবর আলী জানিয়েছেন, ১৩/১৪ বছর আগে তিনি তার ছেলেকে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন। এরপর তার জামাই ও আত্মীয়স্বজনসহ ১৩/১৪ জনকে মালয়েশিয়া ও সৌদি আরবে পাঠিয়েছেন ঢাকার বিজয়নগরের একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে। তবে তিনি মালয়েশিয়া ও সৌদি আরব ছাড়া অন্য কোন দেশে লোক পাঠাননি। আর যাদের বিদেশে পাঠানো হয়েছে তারা সকলে ভালো আছেন। উল্লেখ্য, রাকিবুলকে লিবিয়ায় পাচার এবং সেই দেশে হত্যার ঘটনায় তার পিতা ইসরাইল হোসেন গত ৬ জুন অজ্ঞাতনামাদের আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলাটি তদন্ত করছে তদন্তের সিআইডি পুলিশ। রাকিবুলকে পাচারের সাথে জড়িত সন্দেহে সংস্থাটি আকবর আলীকে আটকের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করে। এর আগে আরও দুজনকে আটক করা হয়েছিলো।