মেসভাড়া মওকুফের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত যশোর শহরের সকল মেসভাড়া মওকুফের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি এমএম কলেজ শাখা। সোমবার জেলা প্রশাসক বরাবর দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যশোর সরকারি এমএম কলেজে বর্তমান প্রায় চৌত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ত্রিশ হাজারের অধিক শিক্ষার্থী শহরের বিভিন্ন মেস ও বাসাবাড়িতে ভাড়া থাকে। এমতাবস্থায় শিক্ষার্থীদের বিভিন্ন মেস ও বাসা মালিকগণ ভাড়া পরিশোধের জন্য চাপ সৃষ্টি করছে।
মেসে থাকা ৮০% শিক্ষার্থী গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা। শহরে এসে টিউশন বা বিভিন্ন দোকানে সাময়িক কাজ করে নিজেদের আয়ে নিজের ব্যয় নির্বাহী করে এবং সম্ভব হলে পরিবারকেও সহায়তা করে থাকে। দেশের এই ক্রান্তিলগ্নে কলেজের সকল কার্যক্রম এবং তাদের টিউশন বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করছে। এই অহেতু মেসভাড়া মওকুফ করা জরুরি। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন মেস মালিকদের যথাযথ প্রণোদনা প্রদানপূর্বক শহরের সকল মেসভাড়া আগামী সেপ্টেম্বর পর্যন্ত মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- শেখ হাসান ইমাম, মো. সুরুজ্জামান (সুরুজ), কামরুল হাসান, আজিজুর রহমান, টিটন তরফদার, আকিব আনোয়ার, এম ইমরানুজ্জামান আকাশ, তরিকুল ইসলাম প্রমুখ।