ভারতে কারাভোগের পর দেশে ফিরেছে দুই কিশোরী

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ ভারতে দু বছর কারাভোগের পর দেশে ফিরে এসেছে দুই কিশোরী। বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শনিবার সকালে অনুষ্ঠানিকভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আড়াই বছর আগে বাংলাদেশি ওই ২ কিশোরীকে ভালো চাকরি দেয়ার কথা বলে ভারতে পাচার করে দালালরা। পরে সে দেশের পুলিশ ভারতের গুজরাট শহর থেকে তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ২ বছরের সাজা প্রদান করে জেলে প্রেরণ করে। সাজার মেয়াদ শেষে ভারতের আহমেদাবাদ চিলড্রেন হোমস ফর গার্লস নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরৎ আনা হয়। উভয়ের বাড়ি কক্সবাজার জেলার কতুবদিয়া থানায়।