জাহাজে প্রকৌশলীর মৃত্যুর পর মোংলা বন্দরে ১৬ বিদেশি নাবিক কোয়ারেন্টাইনে

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা বন্দরে আসা একটি বিদেশী জাহাজের চিফ ইঞ্জিনিয়ার চীনা নাগরিকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর জাহাজটির ১৬ বিদেশী নাবিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মৃত ওই নাবিকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ আছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়না তদন্ত ও নমুনা সংগ্রহের জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার পোর্ট হেলথ বিভাগ সকল নাবিকের স্বাস্থ্য পরীাসহ নমুনা সংগ্রহ করতে জাহাজটিতে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার বিকেল ) সময়ে মেডিকেল টিমটি জাহাজ থেকে ফিরে আসেনি। পোর্ট হেলথ সূত্র জানায়, নমুনা সংগ্রহ করে তার রিপোর্ট আসতে ২/৩ দিন সময় লাগতে পারে। সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জাহাজটি জ্বালানি গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার বিকেলে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান নেয়। জাহাজটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এনার্জি প্যাকের গ্যাস কারখানার কাঁচামাল নিয়ে আসে। এ জাহাজটিতে এখন ২ জন ভারতীয় ও ১৪ জন ফিলিপাইনসহ মোট ১৬ জন বিদেশী নাবিক রয়েছেন। এ জাহাজের লোকাল শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল এর খুলনাস্থ সহকারী ব্যবস্থাপক সৈয়দ মামুনুল ইসলাম এ সকল তথ্য নিশ্চিত করছেন। তিনি আরও জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে মোংলা বন্দর আসার পথে জাহাজটি সমুদ্রে থাকা অবস্থায় চীনা নাগরিক জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার ফ্যান হংজি (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর পর গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটির মোংলা বন্দর এলাকার নিজস্ব জেটিতে ভেড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত জাহাজটিকে পশুর চ্যানেলের হারবাড়িয়া ব্যসক্রিক অ্যাংকরেজে রাখা হয়। স্বাস্থ্য বিভাগের অনুমোদন না পাওয়া পর্যন্ত জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।