করোনার মাঝেই বিয়ে করলেন নির্মাতা নোমান রবিন

0

লোকসমাজ ডেস্ক॥করোনাভাইরাসের এই সময়ে বিয়ে করলেন ‘কমন জেন্ডার’ খ্যাত নির্মাতা নোমান রবিন। পাত্রী পুষ্টিবিদ ও কমিউনিকেশন বিশেষজ্ঞ নায়লা বারী। বৃহস্পতিবার উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। নোমান রবিন জানান, সামাজিক দুরত্ব মেনেই বিয়ে পড়ানো হয়েছে।
নোমান তাদের সম্পর্ক নিয়ে বলেন, আমাদের বন্ধুত্বের বয়স ৪ বছর। দুজনেই স্পষ্টবাদী, নির্ভিক, অনেক কিছুর মিল রয়েছে। নায়লা বহুগুণে গুণান্বিত। তার নিত্য নতুন সৃজনশীল ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আমার চলচ্চিত্র নির্মাতা পরিচয়ে সে গর্ববোধ করে।
করোনাভাইরাসের কারণে মাত্র ৪ জন সদস্যের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়েছে। তবে সামনে আনুষ্ঠানিকতা করতে চান। নোমান বলেন, দু’জনেরই অনেক বন্ধু-বান্ধব আছে। তাদের কেউই বিয়েতে থাকতে পারেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জমকালো আনুষ্ঠান করবো।
দেড় দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত নোমান রবিন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ধারাবাহিক ‘বাঁশের কেল্লা’ ও ‘মাস্টারদা সূর্য সেন’, একক নাটক ‘সিটি বাস’ ও ‘বিউটি পার্লার’। ২০১২ সালে তার পরিচালনায় নির্মিত হয় ‘কমন জেন্ডার’। তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত ছবিটি বেশ প্রশংসিত হয়।