করোনায় আক্রান্ত ডাক্তার নাহিদ সিরাজের শারীরিক অবস্থার উন্নতি

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ করোনা ভাইরাসে আক্রান্ত যশোরের চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাহিদ সিরাজের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। ঢাকা সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাহিদ সিরাজ এখন বেশ সুস্থ আছেন। এদিকে তার আশু সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেছেন তার সহকর্মী, পরিবারের সদস্য ও চৌগাছার সর্বস্তরের মানুষ।উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত ডা. নাহিদ সিরাজকে গত ৫ জুন যশোর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। এ সময় তার সাথে ছিলেন ডা. নাহিদ সিরাজের স্ত্রী ডা. আনজুম ও ডা. উত্তম। বর্তমানে ঢাকা সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাহিদ সিরাজ বেশ সুস্থ আছেন বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।