বানিয়াকান্দর থেকে সাইকেল চোর আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে মঙ্গলবার মিরাজ (২০) নামে এক বাইসাইকেল চোর আটক হয়েছে। সাইকেল চুরি করে পালানোর সময় পাগলাকানাই ইউনিয়নের মেম্বার সুজন তাকে আটক করেন। মিরাজ সদর উপজেলার পদ্মাকর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে। তার সাথে হাটগোপালপুর এলাকার পাইকপাড়া গ্রামের জামাল বক্সের ছেলে নুর ইসলাম ও চৌগাছার মিজান নামে আরো দুইজন ছিল বলে ধৃত মিরাজ জানায়। সুজন মেম্বার বলেন, মঙ্গলবার সকালে সোনালী ব্যাংকের সাবেক গার্ড কথা বলার জন্য আমার বাড়িতে আসেন। তিনি তার বাইসাইকেলটি ঘরের সাথে হেলান দিয়ে রেখে আমার ঘরের মধ্যে বসেন। এ সময় আমার মেয়ে চিৎকার করে বলে আব্বু, সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। সুজন সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে সাইকেল চোর মিরাজকে ধরে ফেলেন।