গাইদঘাটের বিষমুক্ত সবজি যাবে বিদেশে -এআইসিসি পরিচালক

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের (এআইসিসি) পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেছেন, দেশের প্রথম বিষমুক্ত সবজি এলাকা গাইদঘাট। সরকার বিষমুক্ত ও টাটকা সবজি সংগ্রহ করতে অঞ্চলভিত্তিক বেশ কয়েকটি প্যাকেজিং হাউজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। যার একটি তৈরি হবে গাইদঘাটে। এ সব সবজি সরাসরি বিদেশে পাঠানো হবে। ভরা মৌমুমে এই অঞ্চলের কৃষকদের উদ্বৃত্ত সবজি সংগ্রহের জন্য একটি সবজি কোল্ড স্টোরেজেরও প্রয়োজন। রোববার সকালে যশোরের বাঘারপাড়ার গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র ও তথ্য সার্ভিস অফিস পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা শেখ ফজলুল হক মনি ও বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইদঘাট কৃষি তথ্য সার্ভিসের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি লক্ষণ চন্দ্র মন্ডল, সম্পাদক প্রভাষক গোপিকান্ত সরকার। এ সময় বাস্তবায়ন কেন্দ্রের সদস্য মাস্টার শরিফুল ইসলাম, মশিয়ার রহমান, রানা হোসেন, তথ্য সার্ভিসের সম্পাদক খাইরুল ইসলাম হিরাসহ এলাকার অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।