বাগেরহাটে আরও ৩ জনের করোনা সনাক্ত, জেলায় মোট আক্রান্ত ৪৮

0

বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাট জেলায় নতুন করে আরও তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় ৪৮ জন করোনা আক্রান্তের মধ্যে দুইজন মারা গেছেন। ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্ত এই তিন রোগী গত ৭ জুন করোনার পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ও শরণখোলা হাপাতালে নমুনা দেন। তাদের এই নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে নতুন করে করোনা আক্রান্তের তথ্য জানানো হয়। নতুন করে করোনা আক্রান্তরা হলেন বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার মোহাম্মদ আলী (৫৭) তার স্ত্রী সালমা বেগম (৫৩), শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের রতন হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৪২)। এর মধ্যে জুয়েলকে বাড়িতে রেখে ও মোহম্মদ আলী, তার স্ত্রী সালমা বেগমকে খুলনায় চিকিৎসা দেয়া হচ্ছে।