ফুলতলায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ সোমবার বিকেলে সোনালী ব্যাংক ফুলতলা শাখার উদ্যোগে করোনার কারণে কর্মহীন ৭০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. রুহুল্লা আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মো. আফরুজ্জামান, আ. গনি মোড়ল, উপজেলা প্রেসকাবের সভাপতি শামসুল আলম খোকন, প্রেসকাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন, মুক্তিযোদ্ধা সুবোধ বসু, ব্যাংক কর্মকর্তা সাহিদা খানম, জাকারিয়া হুসাইন, তপন কুমার সিংহ, আরিফ হোসেন, কিশোর কুমার, জ্যোতিপ্রকাশ মন্ডল প্রমুখ।