রাতে হাসপাতালে ভর্তি, পরের দিন বিকালে মৃত্যু

0

খুলনা প্রতিনিধি॥ খুলনায় করোনা আক্রান্ত হয়ে দু’জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করেনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। রবিবার (৭ জুন) বিকালে তিনি মারা যান। শনিবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদ হোসেন মহানগরীর হরিণটানা থানাধীন মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা। খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, ফরিদ উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তি ছিলেন। পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ায় শনিবার রাতে তাকে করোনা হাসপাতালে নেওয়া হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নড়াইল জেলা সদরের হাটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রোকেয়াকে (৬৫) রবিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় মারা যান। এছাড়া গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া কলোনি রোডের বাসিন্দা বদরুল আলমের স্ত্রী কামরুন নাহারকে (৪৫) শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকাল ৭টায় মারা যান। তারা দু’জন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে।