পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা থানা পুলিশ ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন ওরফে হঠাৎ বাবুকে (৪৫) গ্রেফতার করেছে। সে উপজেলার প্রতাপকাটী গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। গত জুন মাসের শেষের দিকে খুলনা জেলা দায়রা জজ আদালত থেকে অস্ত্র ও গুলির মামলায় সে সাজাপ্রাপ্ত হয়। গত শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির সামনে একটা দোকানের কাছ থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।