যশোরে মাস্ক ব্যবহার না করায় ২০ জনকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার না করায় রবিবার যশোরে ২০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৬ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রবিবার যশোরের পালবাড়ি, উপশহর ও চুড়ামনকাটিতে অভিযান চালান। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার না করায় আদালত উল্লিখিত ৩টি স্থানের মোট ২০ জনকে ৭ হাজার ৫০ টাকা জরিমানা করেন। অভিযানকালে আদালতের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।