রামপালে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে যুবককে হত্যার চেষ্টা

0

এম,এ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ রামপালে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল্লাহ শেখ (১৯) নামের এক যুবককে ধারোলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বড়দিয়া গ্রামের মৃত সাহেব আলীর পুত্র বহু মামলার একমাত্র আসামী রুবেল সানা (৩০) কে আটক করে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত আব্দুল্লার পিতা ফারুক শেখ অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন মামলা দায়ের ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।