ভেঙেছে তিন সংসার, প্রথমটি নিয়ে অকপট শাহিদের মা

0

লোকসমাজ ডেস্ক॥ ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজ কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুপারস্টার অভিনেতা শাহিদ কাপুরের মা নিলীমা আজিম। ১৯৮১ সালে এই সংসারে জন্ম হয়েছিল শাহিদ কাপুরের। এর তিন বছর পর অর্থাৎ ১৯৮৪ সালে পঙ্কজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নিলীমার।
পঙ্কজের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯১ সালে রাজেশ খট্টরকে বিয়ে করেন নিলীমা। ১৯৯৫ সালে এই সংসারে জন্ম হয় অভিনেতা ইশান খট্টরের। যিনি গত বছর ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছেন। কিন্তু ২০০১ সালে রাজেশ খট্টরের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় নিলীমার।
এরপর ২০০৪ সালে রাজা আলি খানের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন নিলীমা। বেশিদিন টেকেনি সে সংসারও। ২০০৯ সালে রাজা আলি খানের সংসার ভেঙে বেরিয়ে যান নিলীমা। তবে তিনটি সংসার ভাঙার পরেও দুই ছেলে শাহিদ কাপুর এবং ইশান খট্টরকে একার হাতে বড় করে তুলেছেন নিলীমা।
কিন্তু জীবনের তিনটি বিচ্ছেদের কোনোটা নিয়েই কখনো মুখ খোলেননি শাহিদ কাপুরের মা। তবে সম্প্রতি তিনি মুখ খোলেন তার প্রথম সংসার ভাঙার বিষয়ে। জানান, পঙ্কজ কাপুরের সিদ্ধান্তেই ভেঙেছিল তার প্রথম সংসার। তিনি বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলেন না। তার পরও পঙ্কজের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি সংসার ভেঙে বেরিয়ে আসেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসব কথা জানান নিলীমা। বলেন, মাত্র ১৫ বছর বয়স থেকে পঙ্কজের সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়। পরিণত হওয়ার পর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। তাই পঙ্কজের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও নিজেকে তিনি সামলে নিয়েছেন। শাহিদের সঙ্গে তার বাবা পঙ্কজের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান নিলীমা।