কলারোয়ার বসন্তপুরে সাড়ে ৩শ বিঘা জমি দখল করে মাছ চাষের অভিযোগ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর সরকারি পাকা ব্রিজের নিচে বাঁধ দিয়ে বিলের মধ্যে প্রায় ৩৫০ বিঘা জমি জবর দখল করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসন্তপুর ও মানিকনগর গ্রামের ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষক স্বাক্ষরিত পৃথক দুটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করা হয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায়, বসন্তপুর গ্রামের মৃত জোহর আলী মোড়লের ছেলে হত্যা ও একাধিক নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিজুল ইসলাম ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোখলেছুর রহমান গায়ের জোরে বসন্তপুর পাকা ব্রিজের নিচের সরকারি জমিতে বাঁধ দিয়ে ওই দুই গ্রামের ১৫০ জন কৃষকের প্রায় সাড়ে ৩৫০ বিঘা জমি জবর দখল করে বিগত ১২ বছর যাবৎ ঘের তৈরি করে মাছ চাষ করে আসছেন। এ পর্যন্ত চাষিদের কোন হারির টাকাও দেয় না। তাছাড়া এলাকার চাষিরা তাদের কাছে জমি লিজ দিতেও অনিচ্ছুক। কিন্তু জবর দখলকারী ওই দুই ব্যক্তি কাউকে তোয়াক্কা না করে সরকারি ব্রিজের নিচে বাঁধ দিয়ে গায়ের জোরে ওইসব জমি জবর দখল করে অবৈধভাবে মাছ চাষ করে আসছে। এভাবে তারা প্রায় এক যুগ ধরে জবর দখল করে মাছ চাষ করছে। এ বিষয়ে জমি জবর দখলকারী আরিজুল ইসলামের সাথে ০১৭৩০৯৫৩৯১৪ মোবাইল ফোনে বারবার যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।