রাষ্ট্রায়ত্ত ৫ পাটকল শ্রমিকদের কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি ঘোষণা

0

খুলনা প্রতিনিধি॥ পাঁচ দফা দাবি আদায়ে খুলনা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের রাষ্ট্রায়ত্ত পাঁচটি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। শ্রমিক নেতারা রবিবার (১৭ মে) সকাল ১১টায় খুলনার খালিশপুর জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন। খালিশপুর ও দৌলতপুর জুট মিলসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ।
সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন— খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিম, শওকত মোড়ল, দৌলতপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাঁচটি জুট মিলের শ্রমিকদের সরকার ঘোষিত সাধারণ ছুটি, ২০১৫ সালের জাতীয় মজুরি স্কেলে গ্রেডিং পদ্ধতিতে উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও বকেয়া মজুরি প্রদানসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে দুই দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ মে সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিল গেটের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন পালন এবং আগামী ১৯ মে ভোর ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি।