মার্কিন সহযোগিতার কথা স্বীকার আইএস জঙ্গিদের

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের আটক সদস্যরা। সেই স্বীকারোক্তি সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে তারা জানায়, হোমস প্রদেশের আত-তানফ সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পেয়েছে ইসলামিক স্টেট। এ ঘাঁটি ব্যবহার করেই সিরিয়ার মধ্যে ব্যাপক হামলা চালিয়েছে সংগঠনটির জিহাদিরা। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
এতে বলা হয়, ওই তিন জিহাদির নাম সালাহ জাবের আল-জাহের, আলি সালিম ইয়াহিয়া এবং আমের আব্দুল গাফের নেমাহ। তারা জানিয়েছে, মার্কিন সেনারা তাদেরকে সিরিয়ার প্রাচীন শহর পালমিরার আশপাশে সরকারি সেনাদের অবস্থানে হামলা চালাতে নির্দেশনা দিত। টি-ফোর সামরিক ঘাঁটি, শায়ের গ্যাসক্ষেত্র এবং আশপাশের তেল ক্ষেত্রে হামলা চালানোর দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তাও দিত মার্কিন সেনারা। আটক জিহাদিরা জানায়, মার্কিন সেনারা তাদের গোয়েন্দা ড্রোনের মাধ্যমে সিরিয়ার সেনাদের তৎপরতা নজরদারি করতো। এরপর সেই তথ্য ইসলামিক স্টেটকে দিতো যাতে তারা সিরিয়ার বাহিনীর ওপর হামলা চালাতে পারে। এসব জিহাদিদের সম্প্রতি সিরিয়ায় সামরিক বাহিনীর অভিযানের সময় আটক হয়। তারা জানিয়েছে, তাদের অভিযানের সময় মার্কিন বাহিনীর পরিপূর্ণ সমর্থন থাকতো। তাদেরকে সুরক্ষা দিত কয়েকটি মার্কিন হেমার গাড়ি। একইসঙ্গে মাথার উপরে হেলিকপ্টার-গানশিপ টহল দিতো। রাকা থেকে দেইর আজ-যোরে যাওয়ার সময় মার্কিন সেনারাই তাদের সুরক্ষা দিয়েছে।