প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের মানবিক সাহায্যের তালিকায় মহেশপুরে অনিয়মের অভিযোগ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত মানবিক সাহায্যের তালিকা তৈরিতে মহেশপুরে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ একাধিক ইউপি সদস্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও মানাবিক সাহায্য কমিটির সভাপতি আব্দুল মালেক কমিটির অন্যান্য সদস্যদের মূল্যায়ন না করে নিজের মন গড়া তালিকা করে উপজেলায় জমা দিয়েছেন। যে তালিকা সরকারের বিধি মোতাবেক হয়নি বা যারা পাওয়ার যোগ্য তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। অভিযোগকারীরা হলেন মানবিক সাহায্য কমিটির সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিক, সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান, ইউপি সদস্য খাইরুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল জব্বার, তবিবুর রহমান, রুহুল আমিন, জিল্লুর রহমান, শারমিন নাহার, জাতীয় সংসদের প্রতিনিধি পারভীনা খাতুন, আয়েশা খাতুন, এমদাদুল হক প্রমুখ। অভিযোগকারীরা জানান , রাতের আঁধারে নিজের মনমত যারা পাওয়ার যোগ্য না তাদেরকে তিনি নাম তালিকাভুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। যেখানে প্রকৃত পাওয়ার যোগ্য তাদেরকে অবজ্ঞা করা হয়েছে। সে কারণে কমিটির সদস্যরা তদন্তপূর্বক সঠিক তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।