জার্মান ক্লাবে করোনার থাবা, তবুও চলবে অনুশীলন

0

লোকসমাজ ডেস্ক॥ জার্মান সরকারের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পেয়ে গত মাসের শুরু থেকে অনুশীলনে ফিরেছে বুন্দেসলিগার ক্লাবগুলো। শিগগিরই মাঠের লড়াইয়ে ফেরার আশায় আছে জার্মানির শীর্ষ লিগ। কিন্তু তার আগে বড় এক ধাক্কা খেলো। করোনাভাইরাস ধরা পড়েছে বুন্দেসলিগা ক্লাব এফসি কোলনের তিন জনের শরীরে। যদিও ক্লাবটি অনুশীলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার কোলনের সব খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই তিন জনের ‘পজিটিভ’ ধরা পড়ে। যদিও আক্রান্তদের মধ্যে কোনও রকম উপসর্গ ছিল না। ওই তিন জনকে এরই মধ্যে ১৪ ‍দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে কোলন নিশ্চিত করেছে বিষয়টি, ‘তিন জনের পজিটিভ ধরা পড়েছে। তাদের কারও উপসর্গ ছিল না। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পজিটিভ হওয়া তিন জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’ কারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের নাম কোলন গোপন রেখেছে। ওই বিৃবতিতেই জানানো হয়েছে, ক্লাবটির অনুশীলন আগের মতোই চলবে। অনুশীলনে ফিরলেও মাঠের লড়াইয়ে ফিরতে বুন্দেসলিগার ক্লাবগুলোকে আরও এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে। বৃহস্পতিবার জার্মান সরকার জানিয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের কঠিন সময়ে লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত জানাতে দেরি হচ্ছে তাদের। যদিও দুই মাস বন্ধ থাকার পর সরকারের কাছ থেকে ‘সবুজ সংকেত’ মেলেছিল লিগ কর্তৃপক্ষের। কিন্তু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল জানিয়েছেন, ৬ মে সিদ্ধান্ত নেওয়া হবে খেলা শুরুর ব্যাপারে। যদি জার্মানিতে চলতি মাসে খেলা ফেরে, তাহলে ইউরোপের অন্য সব লিগের আগে তারা মাঠে ফিরবে। ইতিমধ্যে বাতিল হয়ে গেছে ফরাসি লিগ ওয়ান ও ডাচ লিগ।