করোনা সংক্রমণ : ঢাকায় ৮৩.০৭ ভাগ , রাজশাহীতে ১.৫৩

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিনে দিনে বেড়েই চলছে। প্রতিদিনই আক্রান্তের সঙ্গে আছে মৃত্যু সংবাদ। দেশের প্রতিটি বিভাগে করোনা ভাইরাসের থাবা পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা সবচেয়ে বেশি । মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৭ ভাগই ঢাকার। সবচেয়ে কম রয়েছে রাজশাহী বিভাগে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৫৩ ভাগ। শনিবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ পরিমাণ করোনা শনাক্ত হয়েছে। ১ মে’র প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ৮৩ দশমিক শূন্য ৭ ভাগ, চট্টগ্রামে ৪ দশমিক ৬ ভাগ, সিলেটে ১ দশমিক ৫৭ ভাগ, রংপুরে ১ দশমিক ৮০ ভাগ, খুলনায় ২ দশমিক ২০ ভাগ, ময়মনসিংহে ৩ দশমিক ৭১ ভাগ, বরিশালে ১ দশমিক ৬৯ ভাগ এবং রাজশাহী বিভাগে ১ দশমিক ৫৩ ভাগ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে করোনাতে মোট ১৭৫ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৯০ জনে। সুস্থ হয়েছেন আরো তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ১৭৭ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ৪০ হাজার। তবে ১০ লাখ ৮৪ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।