সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে ফজলুর রহমান (৩৩) নামের এক কৃষকের মুত্যু হয়েছে। তিনি উপজেলার যুগিখালী ইউনিয়নের ছোটরাজনগর গ্রামের সিরাজুল ইসলাম দফাদারের ছেলে। যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ছোটরাজনগর গ্রামের সিরাজুল ইসলাম দফাদারের ছেলে ফজলুর রহমান তার ছোটছেলেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যারাতে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া মাত্র বাড়ির ঊঠানের একটি নারিকেল গাছে বজ্রপাত ঘটে। বজ্রপাতে কৃষক ফজলু গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন এবং রাতেই মারা যায়। এসময় কৃষক ফজলুর রহমানের শিশুপুত্র মারাত্মক আতংকগ্রস্থ হয়ে পড়লেও বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত।