১ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে বিমান বাংলাদেশ

0

লোকসমাজ ডেস্ক॥ প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মূলধন হিসেবে এক হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে সোনালী ব্যাংক লিমিটেড। শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তীতে ব্যাংকটির জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্থ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সোনালী ব্যাংক নিরলসভাবে কাজ করছে। মহামারি করোনার ভয়াবহ প্রকোপে গোটা বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে এসেছে। এটা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে হঠাৎ নেমে আসা স্থবিরতা বা ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন খাতে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা বাস্তবায়নে সোনালী ব্যাংক লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা প্রতিকূল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। যুগান্তকারী বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতিমধ্যে গৃহীত হয়েছে। বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদনের আরও প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে।’