করোনা পরিস্থিতি মোকাবেলায় যশোর সেনানিবাসের কার্যক্রম

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা সংক্রমন বিস্তার ঠেঁকাতে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা প্রতিনিয়ত সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং লিফলেট বিতরণ, অসহায় ও হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ, বিনা প্রয়োজনে মানুষ যাতে যত্রতত্র ঘোরাফেরা না করতে পারে সে দিকে নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বাজার মনিটারিং করার কাজে বেসামরিক প্রশাসনকে যথাসাধ্য সহযোগিতার পাশাপাশি কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দরিদ্রতা মোকাবেলায় খেটে খাওয়া, অসহায় এবং ভ্রাম্যমান মানুষদের হাতে নিয়মিত খাদ্য সামগ্রী পৌছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কখনও কখনও প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের অসহায় কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয় করে চাষীদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস জীবানুমুক্ত করার লক্ষ্যে ইতোমধ্যে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে জীবানুনাশক টানেল স্থাপন সম্পন্নকরণ, জেলা শহরগুলোতে জীবানুনাশক স্প্রে ছিটানোসহ নানাবিধ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। অতীতের মতো বর্তমানেও এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় মানব কল্যাণমূলক যে কোন প্রকার কার্যক্রমে যশোর সেনানিবাসের সকল সেনাসদস্যরা একইভাবে তৎপর এবং দায়িত্বের সাথে কাজ করে যাবে এমনটাই সবসময়ের প্রত্যাশা আমাদের।