ইমিউনিটি পাসপোর্ট’ প্রদানের বিষয়ে হুঁশিয়ারি দিলো ডব্লিউএইচও

0

লোকসমাজ ডেস্ক॥ শরীরে একবার সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমিত হলে দ্বিতীয়বার আর এর সংক্রমণ হবে না এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। অর্থাৎ, একবার কোভিড নাইন্টিনে আক্রান্ত ব্যক্তি আরেকবার এ রোগে আক্রান্ত হওয়ার পূর্ণ ঝুঁকিতে রয়েছেন। ডব্লিউএইএচও আরো জানিয়েছে, একবার কোভিড নাইন্টিনে আক্রান্ত হলে শরীরে নিশ্চিতভাবেই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এর কোনো নিশ্চয়তা নেই। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি।
বিবৃতিতে বিশ্বের দেশগুলোকে ‘ইমিউনিটি পাসপোর্ট’ প্রদানের ক্ষেত্রে সাবধান করেছে ডব্লিউএইচও। এতে বলা হয়েছে, এখনো পৃথিবীর কেউ ঝুঁকিমুক্ত এমন সনদ প্রদান করার মতো সময় আসেনি। কোনো রাষ্ট্র এটি করলে সেটি হবে পুরো বিশ্বকে ঝুঁকিতে ফেলা।
এর আগে লাতিন আমেরিকার দেশ চিলি জানিয়েছিল, তারা কোভিড নাইন্টিন থেকে সুস্থ হয়ে ওঠাদের ‘হেলথ পাসপোর্ট’ প্রদান করবে। এরপর আরো বেশ কয়েকটি দেশও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এটি প্রদান করা হলে, ওই পাসপোর্টধারী ব্যক্তিরা কোনো ধরণের বাঁধা ছাড়াই বিদেশে সফর করতে পারবে।