প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের কিস্তি স্থগিতের অনুরোধ

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের ঋণের কিস্তি আদায় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখতে পাঁচটি ব্যাংকে অনুরোধ করেছে সরকার। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সোনালী, পুবালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, “বিদ্যামান করেনাভাইরাস পরিস্থিতিতে সীমিত আয়ের ব্যক্তিদের কষ্ট কিছুটা লাঘবের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কর্তৃক ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হল।” প্রাথমিক শিা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ শুক্রবার বলেন, রূপালী ব্যাংক তিন মাসের জন্য ব্যাংক ঋণের কিস্তি স্থগিত করেছে। “আমরা সেই বিষয়টি তুলে ধরে অন্যান্য ব্যাংককেও সেই পদপে নেওয়ার অনুরোধ করেছি। এটা করা এই দুর্যোগে শিকদের একটা সাপোর্ট হবে।”