চিকিৎসা, পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কাছে টাকা পাঠানো আরও সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে দেশের বাইরে চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা অব্যাহত থাকবে।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশে কার্যরত সব অথরাইজড ডিলারদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের অ‌্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে বিভিন্ন কারণে আটকা পড়েছেন। তাদেরকে সহায়তার জন্য আর্থিক সরবরাহ নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো টাকা পাঠানো সম্ভব ছিলো না। তবে এর আগের সার্কুলারে এই সময় চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এবার তা আরও বাড়ানো হলো।