করোনায় অনুভূতি প্রকাশে ফেসবুকে নতুন রিঅ্যাকশন বাটন

0

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের কারণে মানুষজনের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি হয়েছে। বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা, একসঙ্গে ঘুরাঘুরি, এমনকি সাধারণ দেখা-সাক্ষাৎ পর্যন্ত বন্ধ। কিন্তু এ সময়ে দূরে থাকলেও বন্ধু এবং পরিবারকে আপনি ভুলে যাননি তা দেখানো গুরুত্বপূর্ণ। আর আপনাকে এক্ষেত্রে সহায়তা করতে ফেসবুক এবং মেসেঞ্জারে নতুন ‘কেয়ার’ রিঅ্যাকশন বাটন যুক্ত করছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এই ফিচারটির তথ্য গত মাসের শেষের দিকে ফিচার স্নাইপার জেন মাংচুং ওয়াং ফাঁস করেছিলেন। আর এবার খরবটির সত্যতা নিশ্চিত করেছেন ফেসবুকের ইএমইএ টেকনিক্যাল কমিউনিকেশন্স ম্যানেজার আলেকজান্দ্রু ভোইকা।
এক টুইটে তিনি বলেন, ‘আমরা একটি নতুন রিঅ্যাকশন বাটন যুক্ত করছি যেন মহামারির এ সময়ে আপনি দূরে থাকলেও অতিরিক্ত সমর্থন জানাতে পারেন। আমরা আশা করছি এটি আপনাকে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরো বেশি সংযুক্ত থাকার অনুভূতি দেবে।’ নতুন ‘কেয়ার’ রিঅ্যাকশন বাটনটি নিয়ে ফেসুবকের মোট রিঅ্যাকশন বাটনের সংখ্যা হবে ৭। সোশ্যাল সাইটটিতে বর্তমানে লাইক, লাভ, স্যাড, অ্যাংরি, হাহা এবং ওয়াও রিঅ্যাকশন বাটন রয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে নতুন রিঅ্যাকশন বাটনটি ফেসবুক ওয়েব এবং ফেসবুক অ্যাপের সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। মেসেঞ্জারে ‘কেয়ার’ বাটনটি ‘হার্ট পালস’ ইমোজির আর ফেসবুকে ‘হার্ট হাগ’ ইমোজির।