খাদ্য ও সরকারি সাহায্যের দাবিতে প্রাইভেট মেডিকেল কর্মচারীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে খাদ্যসহ সরকারি সাহায্যের দবিতে মানববন্ধন করেছেন যশোর প্রাইভেট মেডিকেল কর্মচারী কল্যাণ সমবায় সমিতি। গতকাল দুপুরে যশোর শহরের ২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে দড়াটানা মোড় পর্যন্ত আধাঘন্টা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগের কারণে গত দু’মাস ধরে তাদের কাজ নেই। প্রাইভেট হাসপাতাল, কিনিক বন্ধ রয়েছে। সম্প্রতি এসব প্রতিষ্ঠান খুললেও চিকিৎসকগণ তেমন একটা বসছেন না। আবার অঘোষিত লকডাউনের কারণে রোগীরাও চিকিৎসা নিতে আসছেন না। এ অবস্থায় রোগী শূন্য হয়ে পড়েছে প্রাইভেট হাসপাতাল ও কিনিকগুলো। এ অবস্থায় এ পরিস্থিতির কারণে প্রাইভেট হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা কর্মচারীদের ছুটি দিয়ে বাসায় পাঠাচ্ছেন। তারা বাসা ভাড়া দিতে পারছেন না। আবার খাবারও নেই। যশোর প্রাইভেট মেডিকেল কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক এসএম আল-আমিন সুমন, সহ-সভাপতি আসলাম হোসেন, রেজাউল ইসলামসহ ৭০ জন কর্মচারী মানববন্ধনে অংশ নেন। তাদের মধ্যে এসএম আল-মামুন ও রেজাউল ইসলাম বক্তব্য রাখেন। যশোর জেলা শহরে ৩শ’ ৫০ জন এবং জেলায় দু’হাজারের অধিক প্রাইভেট মেডিকেল কর্মচারী রয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।