করোনা মোকাবেলায় এবার সারাদেশে জরুরি অবস্থা জারি করল জাপান

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে জাপানেও। এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় এবার সারাদেশে জরুরি অবস্থা জারি করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। আবে জানান, ৬ মে পর্যন্ত এই জরুরি অবস্থান বলবৎ থাকবে। মূলত মে মাসের প্রথম দিকে শুরু হওয়া ছুটির সপ্তাহ গোল্ডেন উইক মৌসুমের ভিড় কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাপানে ৮ হাজার ৬২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৭৮ জন। উল্লেখ্য, করোনা পরিস্থিতি সামাল দিতে এর আগে ৭ এপ্রিল রাজধানী টোকিওসহ সাতটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছিল জাপান। এবার দেশের ৪৭টি অঞ্চলেই এই জরুরি অবস্থা জারি করা হলো।