শার্শায় রাইটস যশোরের সভা

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শায় রাইটস যশোরের বেনাপোল হাফওয়ে হোমের ত্রিমাসিক তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান।

সভায় উপস্থিত ছিলেন রাইটস যশোরের ডেপুটি ডাইরেক্টর আজহারুল ইসলাম, রাইটস যশোরের কনসালটেন্ট আই ও এম আরিফুজ্জামান, শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সালমা চৌধরী, যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা থানার পরিদর্শক (তদন্ত )শাহ আলম, বেনাপোল পোর্ট থানার এস আই রাশেদুজ্জামান, ইমিগ্রেশন অফিসার, বেনাপোল চেকপোস্ট বি ও পি ক্যাম্পের সুবেদার সেলিম মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের আবুল কালাম আজাদ, রাইটস যশোরের হোম ম্যানেজার ইফরুছ আলী, কাউন্সিলর জাওয়াদুল করিম প্রমুখ।