নাভারণে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের আর্তমানবতার সেবায় মানুষের পাশে থাকার নির্দেশনায় যশোরের নাভারণ বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টু নিজস্ব অর্থায়নে করোনাভাইরাসে কর্মহীন, অসহায়, দিনমজুর ও ভ্যানচালক ২ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টু নাভারণ ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম খোরশেদ আলমের ছোট ভাই। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাভারণ পুরাতন বাজার থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। বিএনপি নেতা হারুর অর রশিদ হান্টু বলেন, করোনাভাইরাসে লকডাউন হওয়ায় অনেক কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। অনেকে অনাহারে অর্ধাহারে অতি কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাই আর্তমানবতার সেবায় সাধ্যমত নিজস্ব অর্থায়নে করোনাভাইরাসে কর্মহীন, অসহায়, দিনমজুর ও ভ্যানচালক ২শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তিনি বলেন, খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, আলু ও ডাল।