অভয়নগরে এক শ পরিবারের মাঝে চাল ডাল ও খাবার স্যালাইন বিতরণ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রাজিব ফটোগ্রাফির প থেকে এক শ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী করোনা মহামারীর মধ্যে ঘরে থাকা ব্যক্তিদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ওয়াপাড়া বাজারের ব্যবসায়ী সাধন পালের সহযোগিতায় এসব খাদ্যদ্রব্য বিতরণকালে উপস্থিত ছিলেন সাধন পালের ছেলে রাজিব পাল, দৈনিক যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন, দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার শেখ আহাদুজ্জামান আহাদ, তৌফিক আহমেদ, আসিব মোল্লা, দীপ সাহা, রাকিব সরদার, সৌরভ মন্ডল ও সৌরভ রায়। খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, লবণ, আলু ও খাবার স্যালাইন।