নিষেধাজ্ঞার মধ্যেও ঢাকায় নামলো নেপালের বিমান

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস ঝুঁকি এড়াতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে চীন ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নিষেধাজ্ঞার মধ্যেও নেপাল থেকে দেশে ফিরেছেন ১৩ বাংলাদেশি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নেপালের বুদ্ধা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নেপালফেরত যাত্রীদের মধ্য ১১ জনকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি ২ জনকে হোম কোয়ারেন্টাইনে। তবে বিমানবন্দরের থার্মাল পরীক্ষায় তাদের দেহে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ পাওয়া যায়নি। বেবিচক সূত্র জানায়, ১৩ জন প্রায় এক মাস আগে ভ্রমণসহ নানা কাজে নেপাল গমণ করেন। এই সময়ে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে পরপর তিনবার নিষেধাজ্ঞা সম্প্রসারণ করায় তারা সেখানে আটকে পড়ে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তারা দেশে ফেরেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের বলেন, সরকারি অনুমতির মাধ্যমেই যাত্রীবাহী বিমানটি অবতরণের অনুমতি দেয়া হয়েছে। এর আগেও নিষেধাজ্ঞা সত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ঢাকায় নামে ইতালিয়ান প্রবাসী বাংলাদেশিদের বহন করা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। করোনার প্রাদুর্ভাব কমাতে দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ তৃতীয় দফা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে চীন থেকে বিমান দেশে ফিরতে পারবে।