করোনা হয়েছে? সন্দেহ করছেন?

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশে আজ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৮২ জন। যাদের করোনা হয়েছে বা যারা হয়েছে বলে সন্দেহ করছেন বা করোনা রোগীদের যারা পরিচর্যা করছেন এই প্রতিবেদনটি তাদের জন্য।
যথেষ্ট বিশ্রাম : খেয়াল রাখতে হবে আক্রান্ত ব্যক্তি যাতে যথেষ্ট বিশ্রাম পান।
পুষ্টিকর খাবার : করোনা হলে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। সঙ্গে প্রচুর পানি আর তরল খাবার খেতে হবে।
মাস্ক পরা : রোগী ও পরিচর্যাকারীকে মেডিক্যাল মাস্ক পরতে হবে। হাত দিয়ে মাস্ক ধরা যাবে না। কাজ শেষে ময়লার ঝুড়িতে মাস্কটি ফেলে দিতে হবে।
হাত ধোয়া : অসুস্থ ব্যক্তির কাছে এলে সাবান দিয়ে হাত ধুতে হবে। খাবার তৈরির আগে ও খাবার খাওয়ার আগেও সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
পৃথক বাসনপত্র : রোগীর জন্য আলাদা প্লেট, গ্লাস, জগ দিতে হবে। এসব সাবান দিয়ে ধুতে হবে।
পৃথক বিছানা : তোয়ালে, বিছানার চাদর, বালিশের কাভার-এসব জিনিস সাবান দিয়ে ধুতে হবে।
কল সেন্টার : অসুস্থ ব্যক্তির অবস্থা শোচনীয় হলে বা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্য সেবাকেন্দ্রে ফোন করুন। ন্যাশনাল কল সেন্টার ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, আইইডিসিআর ১০৬৫৫, বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭।