চুয়াডাঙ্গায় রিক্সাভ্যানে সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা॥ করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে চুয়াডাঙ্গা জেলায় বাজারগুলোতে জনসমাগম এড়াতে এবং শারীরিক দুরত্ব বজাই রাখার লক্ষে ভ্রাম্যমাণ রিক্সাভ্যানের মাধ্যমে সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে ভ্রাম্যমাণ রিক্সাভ্যানের মাধ্যমে শহরে সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। এসময় উপস্হিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান বলেন, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার বাজারে জনসমাগম এড়াতে রিক্সাভ্যানে সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হবে। ক্রেতারা বাড়ি বসেই তাদের চাহিদার পণ্য কিনতে পারবে। নিজে সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখতে সহায়তা করুন,নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে নয় ঘরে বসে কিনুন,ইত্যাদি শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে ৯টি ভ্রাম্যমাণ রিক্সাভ্যান শহরের অলিতে গলিতে গিয়ে প্রয়োজনীয় সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করবে।