বাগেরহাটে পুলিশ প্রশাসন কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতারণ

0

মোরেলগঞ্জ প্রতিনিধি॥ বাগেরহাট জেলা পুলিশ সুপার কর্মহীন ঘরমুখো মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার রাতে করোনায় কর্মহীন ঘরমুখো হত দরিদ্র মানুষের মধ্যে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কোচ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, থানা অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম রাতে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞগহাটী বাজার, পোরেলহাট বাজার, কালিকাবাড়ী বাজার, মোরেলগঞ্জ বাজার ও বারইখালীসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় ২’শ পরিবারকে একটি করে প্যাকেট হাতে তুলে দেন। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও লবন ইত্যাদি।