প্রেসকাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন অসুস্থ

0

স্টাফ রিপোর্টার॥ প্রেসকাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার দিনভর ত্রাণ তৎপরতা চালিয়ে বিকেলে বাড়ি ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। সন্ধ্যার পর অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু ও জ্যেষ্ঠ চিকিৎসক ডা. আহমেদ বদরুদ্দোজা তাকে চিকিৎসা দেন। প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন বর্তমানে তাদের অধিনে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসরা তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।