চৌগাছায় টিসিবির ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী বিক্রয় শুরু

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় টিসিবির ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে। শনিবার সকাল থেকে চৌগাছা পৌর শহরের ব্রীজ এলাকার পারবাজারে এই পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় শুরু হয়। উপজেলার টিসিবির ডিলার শেখ আব্দুল্লাহ এ পণ্য বিক্রি করছেন। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে ন্যায্য মূল্যে বাজারে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী টিসিবি ডিলারদের মাধ্যমে বিক্রি শুরু করেছেন। পন্য সামগ্রীর মধ্যে রয়েছে, সয়াবিন তেল, চিনি ও মসুরের ডাল। এগুলোর ন্যায্য মূল্য যথাক্রমে তেল ৮০ টাকা লিটার, চিনি ও ডাল ৫০ টাকা কেজি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ সকল পন্যের মূল্য কম বা ন্যায্য হওয়ায় ভোক্তাদের ভীড় চাহিদা অনেক। কিন্তু সরকার কর্তৃক নির্ধারণ করা আছে। তাই একজন ভোক্তা তেল নিতে পারবেন ২ থেকে ৫ লিটার, চিনি ২ কেজি ও ১ কেজি মসুরের ডাল। তবে ভোক্তাদের দাবি অন্তত চিনির সমপরিমাণ ডাল দেওয়া হোক। এ সময় আশাদুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, ন্যায্য মূল্যে এই সকল পন্য সামগ্রী কিনতে পেরে সাধারণ  মানুষ উপকৃত হচ্ছে। তবে বেশ কিছু ভোক্তা বলেন, এ সকল পন্যের পাশাপাশি যদি চাল, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য পন্যও ন্যায্য মূল্যে বিক্রি করা হয় তাহলে সাধারণ মানুষ ব্যাপক উপকৃত হবে।
টিসিবি ডিলার শেখ আব্দুল্লাহ বলেন,এই টিসিবির পন্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিদিন তেল ২ হাজার লিটার, চিনি ১৫শ কেজি এবং মসুরের ডাল ৩ শত কেজি ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। এই কার্যক্রম আগামী রমজান মাস পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ক্রেতারা করোনার নির্দেশনা না মেনে বেশী ভিড় করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা পেলে ভাল হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, একজন ভোক্তা ২ থেকে ৫ লিটার তেল, ১ কেজি ডাল ও ২ কেজি চিনি ক্রয় করতে পারবে। আপাতত দুইদিনের টিসিবির বরাদ্দ এসেছে। ভোক্তাদের চাহিদা অনেক কিন্তু সেই চাহিদা অনুযায়ী পন্য বিক্রয় সম্ভব হচ্ছেনা। সেজন্য চাহিদা বাড়িয়ে সরকারের কাছে তালিকা পাঠানো হয়েছে।